Bangladesh University of Business and Technology – BUBT
বিশ্ববিখ্যাত আইটি সংস্থা মাইক্রোসফট, ইন্টেলে বিইউবিটি’র শিক্ষার্থীদের পদচারণার পর এবার নতুন করে যুক্ত হল গুগল এর নাম।
সম্প্রতি বিইউবিটি’র কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (CSE) বিভাগের ৩২ ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ ইলিয়াস হাসান নাইম যোগদান করতে যাচ্ছেন টেক জায়ান্ট সংস্থা গুগলে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকাকালীন অবস্থায় প্রোগ্রামিং ক্যাম্প সহ নানারকম বিভাগীয় এবং জাতীয় প্রতিযোগিতাতে তার উপস্থিতি ছিল সরব। বিইউবিটি কর্তৃপক্ষ, CSE বিভাগের শিক্ষক, চেয়ারম্যান সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তার এমন সাফল্যে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে।
বিইউবিটি কর্তৃপক্ষ বিশ্বাস করে তার এমন সাফল্য বিইউবিটি’র অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। সেই সাথে বিইউবিটি কর্তৃপক্ষ বরাবরের মত CSE বিভাগে বিভিন্ন রকম প্রোগ্রামিং ক্যাম্প সহ বছর জুড়ে নানা রকম আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য ধারাবাহিক ভাবে পৃষ্ঠপোষকতা করে যাবে।