AIUB তে 22 August পর্যন্ত Apply করতে পারবে । 25 August (Written) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
AIUB তে বিভিন্ন ডিপার্টমেন্টের মোট খরচ –
**MMC (120 Credits)—–6, 50,000 tk
৪) যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে, যাদের ১০০% Scholarship , তবে CGPA ৩.৫০ রাখতে হবে সব সময়।
Question Pattern :
AIUB তে Engineering এর ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ–
English —– ( 25 MCQ ) —- 50 Marks
Physics ——10 (MCQ )——–20 Marks
Math ———-15 (MCQ )——–30 Marks + 1 short Composition
AIUB তে BBA -এর ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ
English ——————–20 (MCQ)———40 Marks
Math ———————–20 (MCQ )——–40 Marks
General Knowledge ——-10 (MCQ)———-20 Marks + 1 Short Composition .
AIUB তে English / LLB/ Economics / MMC এর ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ–
English Grammar ————-(20 MCQ)——–40 Marks
Reading Comprehension —-20 (MCQ)———40 Marks
Mathematics —————–10 (MCQ)———20 Marks +1 Short Composition
Online VIVA Preparation :
১) নিজের সম্পর্কে কিছু বলুন।
২) Why are you choose EEE / CSE / BBA ? (যুক্তিসম্মত যেকোন উত্তর গ্রহণযোগ্য। তবে মার্কেটে ডিমান্ড ভালো, সবাই পড়ে তাই পড়বো এমন উত্তর অবশ্যই প্রত্যাশিত না। উত্তরটা এমন হবে যেন বুঝা যায় যে ওইটার প্রতি আপনার আগ্রহ আছে।)
৩) Why are you choose AIUB ?
৪) পছন্দের বিষয় কোনটা? ( ডিপার্টমেন্টের সাথে রিলেটেড কোন বিষয় অধিক গ্রহণযোগ্য। যেমন- Engineering এর ক্ষেত্রে Math /Physics)।
৫) CSE এর ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে আগে থেকে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে কিনা। জানা থাকলে ” Hello World ” প্রিন্ট করার মত বেসিক কোন কোড লিখতে দিতে পারে।
তাছাড়া, EEE / CSE থেকে যেসকল প্রশ্ন করতে পারে ; –
*MATH : খুবই সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে ভাইভা তে যেমন – 0!=? , 1/0=?, x^0=? এইরকম। এছাড়া খুব সহজ কোন সমীকরন সমাধান করতে দিতে পারে যেটা ২-৩ লাইনেই শেষ হয়ে যাবে।
* বিন্দুগামী রেখার ঢাল , (h,k) কেন্দ্র, r ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ , পূর্ণ সংখ্যা বলতে কি বুঝ? Sin90, Tan 90, Cos90 মান, ,ফাংশন থেকে f(x) মান দিয়ে ম্যাথ করতে দিতে পারে * জ্যামিতি থেকে কতগুলো প্রশ্ন করতে পারে – যেমন ; – বৃত্তের সমীকরণ ( উপবৃত্ত, অধিবৃত্ত, ) , বক্ররেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ৷ ইত্যাদি।
PHYSICS :নিউটনের সূত্র, কোনো সংজ্ঞা
স্যার বাংলা ও ইংরেজি দুইভাবেই প্রশ্ন করতে পারে। ইংরেজি বলতে সমস্যা হলে অনুমতি নিয়ে বাংলা বলে পারবে। কোন প্রশ্নের উত্তর না জানলে মনে করার চেষ্টা না করে সরি বলে দেওয়া উচিত। নিজেকে ভদ্রভাবে এবং আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Post credit : Biplob Rana