BRAC University
𝐔𝐧𝐝𝐞𝐫𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧𝐬 𝐟𝐨𝐫 Fall 𝟐𝟎𝟐𝟐 𝐢𝐬 𝐨𝐩𝐞𝐧
BRAC University তে 22 August পর্যন্ত Apply করতে পারবে। 26 August থেকে অনলাইনে ভাইভা নিবে। ভাইভার সময় ও তারিখ মেইল করে প্রত্যেককে জানিয়ে দিবে।
Scholarship :
1. Scholarship Based on Previous Academic Results: এসএসসি এইচএসসি তে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৫ থাকতে হবে ( সাধারণ এ প্লাস এর জন্য নয়) । তাহলে মিনিমাম সিজিপিএ ৩.৮০ সকল সেমিস্টারে মেইনটেইন করলে দেয়া হবে। এতে শুধুমাত্র টিউশন ফি এর উপর ওয়েভার থাকছে, যা ৫০℅ .
2. Scholarship Based on Brac University Admission Test Result: এক্ষেত্রে টিউশন ফি এর উপর শতভাগ স্কলারশিপ দেয়া হয়। ভর্তি পরীক্ষায় এমসিকিউ, লিখিত পরে ইন্টারভিউ পরীক্ষা মিলিয়ে হায়েস্ট নম্বর ক্যারি করলে দিবে।
3. Merit Scholarship Based on BracU Academic Results:
সিজিপিএ-র ভিত্তিতে ওয়েভারের পরিমাণের তালিকা নিম্নরূপ:
CGPA 3.80-3.84 – 10% Waiver
CGPA 3.85-3.89 – 25% Waiver
CGPA 3.90-3.94 – 50% Waiver
CGPA 3.95-3.99 – 75% Waiver
CGPA 4.00 – 100% Waiver
4. Sibling Scholarship টিউশন ফি এর উপর ৩০% ওয়েভার দিচ্ছে আপন ভাইবোন একসাথে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে থাকলে।
5. Physically Challenged Students : শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০০% পর্যন্ত Financial Aid. দৃষ্টিশক্তিহীনতা, শ্রবণের ব্যাধিতে আক্রান্ত , চলাচলে সমস্যা যেমন হাত পায়ের স্হায়ী ক্ষতি, learning disabilities, পঙ্গুত্ব। মিনিমাম সিজিপিএ ২.৫ মেইনটেইন করতে হবে এই ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ।
6. Children of Freedom Fighter শতভাগ টিউশন ফি ওয়েভার রয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্র এটি প্রযোজ্য, যেখানে মিনিমাম সিজিপিএ ৩ থাকতে হবে। ।
7. Debater’s Blue Scholarship শুধুমাত্র এক সেমিস্টারের জন্য ৫০% টিউশন ফি ওয়েভার দিবে, তাতে কন্ডিশন হিসেবে সিজিপিএ মিনিমাম ৩.২৫ হতে হবে। ডিবেটারস ব্লু এডভাইজারি কমিটি প্রতি সেমিস্টারে একজনকে বাছাই করে এই ক্যাটাগরির আওতায়। .
8. Children of BracU Regular Confirmed Employee যাদের পিতামাতার ব্র্যাক ইউনিভার্সিটিতে রেগুলার কনফার্মড জব বেসিসে একবছর চাকুরী করে গেছেন, তাদের সন্তানদের মধ্যে সর্বোচ্চ দুজনকে টিউশন ফির উপর ৫০% স্কলারশিপ ওয়েভার দেয়া হবে। মিনিমাম সিজিপিএ ৩.২৫ বজায় রাখতে হবে। .
Online VIVA Preparation :
যারা যারা BRAC VIVA দিবেন বলে প্রস্তুতি নিচ্ছেন —
1. প্রথমত Formal Dress এ VIVA Board এ যাবেন ।
2. SSC এবং HSC এর সমস্ত কাগজপত্র এর মুলকপি সাথে Photocopyনিয়ে যাবেন, এবং অবশ্যই ভর্তি পরিক্ষার Admit Card টি সাথে করে নিয়ে যাবেন।
3. ভাইভা শুরু হওয়ার কিছুক্ষণ আগে উপস্থিত থাকবেন ।
4. VIVA রুম এ প্রবেশ করার পর আপনাকে বলা হবে Take your Seat, তারপর আপনাকে আপনার নাম, আপনার Educational Background, আপনার School & College এর নাম জিজ্ঞাসা করতে পারে, আপনি স্বাভাবিক ভাবে উত্তর দিবেন। আপনার SSC & HSC এর Result জিজ্ঞাসা করতে পারে, আপনি কোন গ্রুপ থেকে এসেছেন তা জিজ্ঞাসা করতে পারে। আপনাকে অবশ্যই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে ।
5. একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন স্যার Question যদি English এ করে তবে আপনাকে অবশ্যই English এ উত্তর দিতে হবে। আর Question যদি বাংলা তে করে তবে বাংলা তে উত্তর দিবেন
6. Study Related কিছু Question করতে পারে, যেমন, Defination of accounting, Management, what is the function of management, types of cheque etc.
7.আপনার hobby সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে ।
8. Common কিছু Question আছে, আমি নিচে লিখে দিচ্ছি, আশা করি আপনাদের কাজে লাগতে পারে।।
9. Why you Choose this University?
10. Why are choose BBA ?
11. Why you choose CSE / EEE?
12.Do You Think You are Appropriate Candidate for Studying this Subject ? Why?
13. What do you know about BBA / CSE / EEE ?
14. Did You try to admit in another University?
15. Do you have any problem to go TARC at Savar (Residential Semester)? (Answer হবে – না কোন প্রবলেম নাই)
16. Where is your Hometown and Tell us Something about Your Hometown.?
17. Where are you staying now in Dhaka? How will you travel to university ? (Bus / Private car/Rickshaw) –
18. Engineering Department এর স্টুডেন্টস দের জিজ্ঞাসা করতে পারে –- Physics / Geometry Formulas / Basic Type Questions.
19. আসলে VIVA তে আপনার English এর Speaking Skill টা দেখবে। আপনি কতটা ভালো ইংলিশ এ fluently কথা বলতে পারেন ।
20.। যাদের Writing খারাপ হয়েছিল তাদেরকে আবার ”যে কোন টপিক” এর উপর Instantly লিখতে বলতে পারে । –