কি কি শেখানো হয় এখানেঃ একটা সফটওয়্যারের শুরু থেকে শেষ মানে আধি-নক্ষত্র বলে যা থাকে সবই সেখানো হবে আপনাকে। প্রোগ্রামিং,নেটওয়ার্কিং, ডিজাইনিং, ডাটাবেজ,ডাটা-স্টাকচার, টেস্টিং, সিকিউরিটি ইত্যাদির এর সাথেও গণিত, পদার্থ, ব্যাবসা সম্পর্কেও ধারণা দেওয়া হয় এখানে। .
কারা আসবেন এই বিভাগেঃ আপনার যদি খুব ধৈর্য থাকে তবে এইখানে আপনাকে স্বাগতম। কারণ আপনাকে হয়ত এক প্রোগ্রাম লিখে সারা রাত কাটিয়ে দিতে হতে পারে বা একটা সফটওয়্যারের ডিজাইন আর ডাটাবেজ বানাতে বানাতে কয়েক দিনও কেটে যেতে পারে । তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন আপনি দেখবেন যে আপনার প্রোগ্রামটি ঠিকভাবে রান করছে বা আপনার কম্পিউটারটি আপনার দেওয়া নির্দেশনাগুলো ঠিকমত মেনে চলছে সেসময় আপনার থেকে আপনাতেই কাজের প্রতি মন এসে যাবে।এর মানে এই না যে আপনাকে প্রোগ্রামিং এই করতে হবে শুধু প্রোগ্রামিং ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার উজ্জ্বল ক্যারিয়ারের জন্য যথেষ্ট ।
চাকরির বাজারঃবর্তমানে চাকরির বাজার যে কতটা চড়া সেটা কল্পনাও করা যায় না। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন আপনি যদি ভাল কাজ পারেন তাহলে সুজুগ মিলতে পারে গুগোল, ফেসবুক , মাইক্রোসফটের মত বড় বড় কোম্পানিতে। আমাদের দেশে সরকারিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা ক্ষেত্র না থাকলেও যখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর একুভেলেন্ট চায় তখন আপনারা আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপার কোম্পানিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে নিয়মিত কাজ করলে গড়ে মাসিক পনের হাজার থেকে দুই লাখ টাকা সম্মানী পাওয়ার সুযোগ রয়েছে।এছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় চুক্তিভিত্তিক কাজ বা নিজস্ব সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করে আপনার কার্যক্ষমতা অনুযায়ী আনলিমিটেড আয়ের সুযোগ রয়েছে।
অনেকের প্রশ্ন থাকে ভাইয়া আইটি সেক্টরে জব কেমন?
এখন আইটি এর যুগ। সবার মুখে মুখেই এই কথা শোনা যায়। তুমি কাজ জানলে তোমার জব খোঁজা লাগবেনা, জব তোমাকে খুঁজবে। Giant organization যেমন Microsoft, Google এ আমাদের দেশের ভাইয়ারা গর্বের সাথে জব করছেন। Google, Samsung এরা প্রায়ই campus এ এসে recruitment এর আয়োজন করে থাকে । বাংলাদেশে অনেক প্রতিষ্ঠিত আইটি ফার্ম রয়েছে, অনেক মোবাইল কম্পানি, অনেক multinational IT firm আছে। তোমার আগ্রহ থাকলে ফ্রীল্যান্সার হতে পারবা।
প্রতিষ্ঠিত এরকম অনেক ফ্রীল্যান্সারের উদাহারণ তোমার আশেপাশেই আছে। নিজের আইটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পার। গাজীপুরে আইটি ভিলেজ হতে চলেছে । দেশের বাইরে চাইলে চলে যেতে পারবা। নিজের আগ্রহের বিষয়ে ( programming, , web design, networking, database developer, freelancing…) দক্ষতা অর্জন করা প্রথম কাজ। So, জব নিয়ে পরে চিন্তা করলেও হবে। ইন্টারমিডিয়েটে আইটি সাবজেক্ট পড়ানো শুরু হয়েছে অনেকেই তোমরা জানো।